ahsan

HABIB HIRA

Gandari is my home town. I was born and grew up here and still live in the area with my wife and two young children. I went to Gandaria School near Satish Sarkar Road and then studied at Tejgaon Polytechnic Collège.

Read More
header4
ahsanhabibhira
আসসালামু আলাইকুম,
বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমি দলের সকল নেতাকর্মী, সমর্থক এবং শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। ২৩ জুন ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ আওয়ামী লীগ আজ দেশের অন্যতম প্রাচীন ও বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত। এই দলটি দেশ ও জনগণের কল্যাণে অবিরাম কাজ করে যাচ্ছে এবং বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও উন্নয়নে অবিস্মরণীয় ভূমিকা পালন করেছে।
বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসামান্য নেতৃত্বে আমরা ১৯৭১ সালে স্বাধীনতা অর্জন করেছি। তাঁর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে আমরা অগ্রসর হচ্ছি। আজকের এই দিনে আমরা তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং তাঁর আদর্শকে ধারণ করে দেশের উন্নয়নে কাজ করার অঙ্গীকার করি।
বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের দল, এবং জনগণের উন্নয়ন ও কল্যাণই আমাদের প্রধান লক্ষ্য। দলটির আদর্শ এবং বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে আমরা নিরলস পরিশ্রম করে যাচ্ছি। আমাদের নেতৃত্বে দেশ আজ উন্নয়নের পথে এগিয়ে চলেছে এবং সকল ক্ষেত্রেই উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে।
আওয়ামী লীগের সকল নেতাকর্মী এবং সমর্থকদের প্রতি আমার আহ্বান, আসুন আমরা সবাই একসঙ্গে কাজ করি এবং দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখি। আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও নিষ্ঠার মাধ্যমে আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হব।
বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুনরায় সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
শুভেচ্ছান্তে,
আহসান হাবীব
ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক,
গেন্ডারিয়া থানা আওয়ামী লীগ। ঢাকা মহানগর দক্ষিণ